ধান ক্ষেতে পানি দেওয়া নিয়ে সংঘর্ষে গৃহবধূ নিহত, আহত ৬

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ধান ক্ষেতে পানি দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে শিলা বেগম (৪০) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ছয়জন। আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৮ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার নিজামকান্দী ইউনিয়নের ফলসী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিলা বেগম কাশিয়ানী উপজেলার ফলসী গ্রামের কওসার মোল্লার স্ত্রী।
স্থানীয়রা জানান, নিহত শিলা বেগমের স্বামী কওসার মোল্লা ২৫ বিঘার বোরো ধান ক্ষেতের ব্লগ পরিচালনা করছেন। কওসার মোল্লা তার ধান ক্ষেতে তেল দ্বারা সেচ মেশিন চালাতে খরচ বেশি হওয়ায় এ বছর পার্শ্ববর্তী বিআরডিবি পরিচালিত বিদ্যুৎ চালিত ব্লক মালিক রবি মোল্লার নিকট থেকে তার ধান ক্ষেতে পানি দেওয়ার চুক্তি করেন। চুক্তি অনুযায়ী এ মৌসুমে কওসার মোল্লার ২৫ বিঘার ধান ক্ষেতে পানি দিতে রবি মোল্লাকে ২৫ হাজার টাকা দিতে রাজি হন। কিন্তু কয়েকদিন ধরে কওসার মোল্লার ধান ক্ষেতে সঠিক পরিমাণে পানি না দেওয়ায় তার ধান ক্ষেতের ক্ষতি হয়। ফলে কওসার মোল্লা ক্ষিপ্ত হয়ে প্রতিবাদ করেন। এ নিয়ে মঙ্গলবার সকাল সাতটার দিকে রবি মোল্লার লোক আমিনুর মোল্লার সঙ্গে কওসার মোল্লার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে কওসার মোল্লাকে মারতে আসে আমিনুর মোল্লা। এ নিয়ে মঙ্গলবার রাত ৮টার দিকে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষের সময় রবি মোল্লার পক্ষের লোক হানিফ মোল্লা, সাহিদ মোল্লাসহ কয়েকজন অস্ত্র নিয়ে শিলা বেগম (৪০), তার ছেলে লিমন মোল্লা (২০), দেবর সাজ্জাদ মোল্লার স্ত্রী মারুফা খানম (২২) ও ননদ জামাই আজিম খানকে (৪০) কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নাবিল হোসেন গৃহবধূ শিলাকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া আহত হয়েছেন রবি গ্রুপের তিনজন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউদ্দিন খান জানান, এখন পর্যন্ত এ হত্যাকাণ্ডের ঘটনায় কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
গোপালগঞ্জ পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান বলেন,’ বোরো ধান ক্ষেতে পানি দেওয়াকে কেন্দ্র করে একই গ্রামের দুটি পক্ষের সংঘর্ষে একজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে।’