জুলাই বিপ্লবে শহীদের মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

জুলাই বিপ্লবে শহীদ হওয়া এক ব্যক্তির কলেজপড়ুয়া মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি পটুয়াখালীর দুমকি উপজেলার। কলেজপড়ুয়া ওই মেয়েকে রাস্তা থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়।
গত মঙ্গলবার (১৮ মার্চ) উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নের আলগী গ্রামে ঘটনাটি ঘটে।
গতকাল বুধবার (১৯ মার্চ) বিকেলে এ ঘটনায় সাকিব মুন্সি (১৯) নামে একজনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। সন্ধ্যার দিকে ভুক্তভোগী ওই কলেজছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এর আগে সকাল ১১টার দিকে দুমকি থানায় লিখিত অভিযোগ করেন ওই কলেজছাত্রী। বিকেল ৩টার দিকে ওই ছাত্রীর অভিযোগ মামলা হিসেবে নথিভুক্ত করে পুলিশ।
ভুক্তভোগী ছাত্রীর পরিবার জানায়, ভুক্তভোগীর বাবা জুলাই বিপ্লবে ঢাকার মোহাম্মাদপুর এলাকায় পুলিশের গুলিতে নিহত হন। তাকে উপজেলার পাঙ্গাসিয়া গ্রামে দাফন করা হয়। ওই ছাত্রীর মা ঢাকাতে থাকেন। ছাত্রী নানা বাড়িতে থেকে পড়াশুনা করেন। ঘটনার দিন মঙ্গলবার সন্ধ্যার দিকে কলেজছাত্রী তার বাবার কবর জিয়ারত করে পাশের গ্রামে নানা বাড়িতে ফিরছিলেন। এসময় আলগী গ্রামের জালিল মুন্সি বাড়ির কাছে পৌঁছালে স্থানীয় মামুন মুন্সির বখাটে ছেলে সাকিব মুন্সিসহ দুজন ওই ছাত্রীর হাত-পা চেপে ধরে সড়কের পাশের নির্জন বাগানে নিয়ে যায়। এরপর তারা পালাক্রমে তাকে ধর্ষণ করে এবং ধর্ষণের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে।
বিষয়টি কাউকে জানালে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে তারা চলে যায়। পরে তার এক সহপাঠীর সহায়তায় দুমকি থানায় লিখিত অভিযোগ দেন ওই কলেজছাত্রী।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ভুক্তভোগী ছাত্রী বাদী হয়ে থানায় মামলা করেছেন। পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। মামলার আসামি সাকিব মুন্সিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।