এনটিভি অনলাইনের কুমারখালী-খোকসা প্রতিনিধির বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

এনটিভি অনলাইনের কুষ্টিয়ার কুমারখালী-খোকসা প্রতিনিধি মিজানুর রহমান নয়নের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা করার প্রতিবাদে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। বৃহস্পতিবার (২০ মার্চ) বেলা ১১টার দিকে কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে সাংবাদিক অধিকার পরিষদ কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে মানবন্ধনটি অনুষ্ঠিত হয়।
এ সময় কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর, অর্থ সম্পাদক মো. লিটন-উজ-জামান, সাংবাদিক অধিকার পরিষদ কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক নাহিদ হাসান তিতাস, সদস্য সচিব শরিফুল ইসলাম, দৈনিক সত্যখবর পত্রিকার সম্পাদক হাসিবুর রহমান রিজু, দৈনিক খবরওয়ালা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মুন্সী শাহিনুজ্জামান জুয়েল, রবি বার্তার সম্পাদক গোলাম মওলা, এনটিভির কুষ্টিয়া জেলা প্রতিনিধি সাবিনা ইয়াসমিন শ্যামলী, নিউজ টুয়েন্টি ফোরের কুষ্টিয়া জেলা প্রতিনিধি মাহাতাব উদ্দিন লালন, বাংলাদেশের খবরের জেলা প্রতিনিধি আক্রামুজ্জামান আরিফ, কুমারখালী কাঙাল হরিনাথ প্রেসক্লাবের সভাপতি কে এম আর শাহিন, টাইম নিউজের সম্পাদক মাহামুদ আল হাফিজ, এনটিভি অনলাইনের কুষ্টিয়া সদর ও ভেড়ামারা প্রতিনিধি খন্দকার আহসান হাবিব বিদ্যুৎসহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে সঠিক তদন্ত করে মিথ্যা ও হয়রানিমূলক মামলা থেকে সাংবাদিক নয়নকে অব্যাহতি দেওয়ার দাবি জানান সাংবাদিক নেতারা। না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
সাংবাদিক নয়ন জানান, সংবাদ প্রকাশের জের ধরে ঘটনার প্রায় সাত বছর পরে তার নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে।