কুমিল্লায় ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

কুমিল্লার আদর্শ সদর উপজেলার পালপাড়া এলাকায় ট্রাক্টরের ধাক্কায় মো. শাওন (২৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (২০ মার্চ) দিনগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাওন কুমিল্লার বুড়িচং উপজেলার ইছাপুরা গ্রামের ফজলুর রহমানের ছেলে। তিনি বিকাশের ক্যাশ অফিসার ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার রাত ১টার দিকে পালপাড়া এলাকায় নিজের মোটরসাইকেলে বসে কথা বলছিলেন শাওন। এ সময় মাটি বহনকারী একটি ট্রাক্টর শাওনকে পেছন থেকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত শাওনকে নগরীর একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা কোতয়ালি মডেল থানার ছত্রখীল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল হক বলেন, ‘খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়েছি। পরিবারের লোকজন অভিযোগ না করেই মরদেহ বাড়িতে নিয়ে গেছে। তবে তারা যদি লিখিত অভিযোগ দেয়, তাহলে আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব।’