মুন্সীগঞ্জের লৌহজংয়ে বেদেপল্লিতে মাদকসহ গ্রেপ্তার ১৮

মুন্সীগঞ্জের লৌহজংয়ে যৌথ বাহিনী অভিযান চালিয়ে মাদকসহ ১৮ জনকে গ্রেপ্তার করেছে। আজ শুক্রবার (২১ মার্চ) ভোর ৫টার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের গোয়ালীমান্দ্রা বেদেপল্লিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোবাইলফোন ও মাদক বিক্রির নগদ টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—মো. রাজন ইসলাম (২২), আবু তালহা (১৪), মোসা. ঝিনুক (২২), মোসা. সুমনা (৩৫), ফারজানা আক্তার (৩৫), ওমর ফারুক (৩৭), আজিজুল (১৭), মো. আকাশ (২৭), মো. নীরব (২০), মো. রানা (২০), মো. এনামুল (৫৫), মো. মাগরিব (২৪), মোয়াজ্জেম মাল (৫৫), মো. রাকিব হোসেন (৩৪), দুলাল ব্যাপারী (২২), মো. জুয়েল (৪৯), আওলাদ হোসেন (২৬) ও মাহিন মোল্লা (১৯)।
মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশীদ জানান, ভোর ৫টার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের গোয়ালীমান্দ্রা বেদেপল্লিতে অভিযান চালায় সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও আনসার সদস্যরা। এ সময় বেদেপল্লিতে তল্লাশি চালিয়ে ১০০ গ্রাম গাঁজা, ৭৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ৪ গ্রাম আইস, ২৫ গ্রাম হেরোইন, মাদক বিক্রির নগদ ২ লাখ ৪২ হাজার টাকা ও ১৩টি মোবাইলফোন জব্দ করা হয়। এ সময় ১৮ জনকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী।