ঈদযাত্রা : সাভারে মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ

ঈদযাত্রায় সাভারে মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। ছবি : এনটিভি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাভারের আশুলিয়ায় বেশ কিছু তৈরি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। ঈদকে সামনে রেখে ঘরে ফিরতে শুরু করেছে মানুষ। ফলে সড়কে বেড়েছে যানবাহনের চাপ। সৃষ্টি হয়েছে থেমে থেমে যানজট।
গতকাল মঙ্গলবার (২৫ মার্চ) রাত থেকেই নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল থেকে নবীনগর পর্যন্ত প্রায় চার কিলোমিটার ও টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের আশুলিয়া বাজার থেকে আব্দুল্লাহপুর অভিমুখে প্রায় তিন এলাকায় থেমে থেমে চলছে যানবাহন।
ট্রাফিক পুলিশের দায়িত্বরত সদস্যরা জানান, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের কারণে এমনিতেই বাইপাইল মোড় থেকে শ্রীপুর পর্যন্ত যানজট ঝুঁকি প্রবন, রাস্তা সরু। ফলে যানবাহনগুলোকে ধীরগতিতে চলতে হয়। পর্যায়ক্রমে তৈরি পোশাক কারখানাগুলোর ছুটি না দিলে পরিস্থিতি নাজুক হয়ে উঠতে পারে।