শেখ মুজিবের ভাষণ প্রচার, মাইক ভাঙচুর-তত্ত্বাবধায়ককে মারধর

স্বাধীনতা দিবসে শেখ মুজিবুর রহমানের ভাষণ প্রচার করায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা হামলা চালিয়ে মাইক ভাঙচুর ও একজনকে পিটিয়ে আহত করেছে। আজ বুধবার (২৬ মার্চ) সকাল ১০টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ ভবনে এ ঘটনা ঘটে।
হামলায় মুক্তিযোদ্ধা সংসদের তত্ত্বাবধায়ক সাগর হোসেন আহত হয়েছেন বলে জানা গেছে।
জানা গেছে, স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধা ভবনে সকাল থেকে মাইকে দেশাত্মবোধক গান বাজানো হচ্ছিল। একই মাইকে ওই ভবনের তত্ত্বাবধায়ক সাগর হোসেন শেখ মুজিবের ভাষণ বাজাতে শুরু করেন। পরে বিক্ষুব্ধ ছাত্র-জনতা সকাল ১০টার দিকে মিছিল নিয়ে ওই ভবনে হামলা চালায়। এ সময় মুক্তিযোদ্ধা ভবনের তত্ত্বাবধায়ক সাগর হোসেনকে মারধর করে আহত ও মাইক ভাঙচুর করা হয়।
এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হেলাল উদ্দিন বলেন, ‘হামলা বা মারধরের ঘটনার বিষয়টি জানা নেই। মুক্তিযোদ্ধাদের ভাবমূর্তি নষ্ট করতে এমন ঘটনা ঘটানো হতে পারে।’