মাছ ব্যবসা নিয়ে দ্বন্দ্বে ৩ ভাইকে কুপিয়ে জখম
ঝিনাইদহের কালীগঞ্জে মাছ ব্যবসা নিয়ে দ্বন্দ্বে চাচাতো ভাইয়েদের হামলায় আপন তিন ভাই গুরুতর আহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের মৎস্য বাজারে এ হামলার ঘটনা ঘটে।
আহত আপন তিন ভাই হলেন আরিফ হোসেন (৩৫), শরিফ হোসেন (৩২) ও জারিফ হোসেন (৩)। তাদের কালীগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তির পর আশঙ্কাজনক অবস্থায় বড় ভাই আরিফ ও ছোট ভাই জারিফকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী শরিফ হোসেন ছয়-সাতজনের নাম উল্লেখ করে থানায় একটি অভিযোগ করেছেন।
আহত শরিফ হোসেন জানান, উপজেলার ফারাশপুর গ্রামের মাছের ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরে তার চাচাতো ভাই মনিরুলদের সঙ্গে দ্বন্দ্ব চলে আসছিল। আজ সকাল ১০টার দিকে শহরের মেইন বাসস্ট্যান্ড মাছ বাজারের আড়তের খাটের ওপর তারা তিন ভাই বসে ছিলেন। এ সময় মাছ বিক্রি নিয়ে চাচাতো ভাইদের সঙ্গে কথা কাটাকাটি হয়। তখন মনিরুল ও সোহেলের নেতৃত্বে ৮-১০ জন জোটবেঁধে এসে তাদের তিন ভাইকে অতর্কিত কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে নিয়ে ভর্তি করে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ব্যবসায়িক দ্বন্দ্বে চাচাতো ভাইদের মধ্যে মারামারির ঘটনার একটি অভিযোগ পেয়েছি। পুলিশ আইনি ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।

মনজুরুল আহসান, ঝিনাইদহ (সদর-কালীগঞ্জ-কোটচাঁদপুর)