জুলাই রেভেলসের এক সদস্যকে কুপিয়ে জখম
উত্তরার জুলাই রেভেলস সংগঠনের অফিসের মধ্যে এক সদস্যকে কুপিয়ে জখম করা হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উত্তরা ৬ ও ৮ নম্বর সেক্টরের কাছাকাছি রেললাইনের দিকে এ ঘটনা ঘটে।
শনিবার দিনগত রাতে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
মোরশেদ আলম বলেন, একজনকে জখম করা হয়েছে। সংগঠনের সদস্যদের মধ্যে বোধহয় দ্বন্দ্ব ছিল। ওদের নিজেদের বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে শুনেছি। জুলাই রেভেলসের অফিসের মধ্যেই ঘটনাটি ঘটেছে।
ওসি আরও বলেন, আমরা বিষয়টি তদন্ত করছি। যাকে কুপিয়ে জখম করা হয়েছে তাকে আশঙ্কাজনক অবস্থায় উত্তরার ৬ নম্বর সেক্টরের ইউএসবি স্পেশালাইজড হসপিটালে (রাজউক কলেজ সংলগ্ন) ভর্তি করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক