বীর মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের সম্মানে সেনাবাহিনীর ইফতার

মৌলভীবাজার অঞ্চলের বীর মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের সম্মানে সেনাবাহিনীর পক্ষ থেকে ইফতার আয়োজন করা হয়েছে। গতকাল বুধবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবসে মৌলভীবাজার জেলা সদরে এই ইফতার আয়োজন করা হয়।
এ সময় মৌলভীবাজার অঞ্চলের বীর মুক্তিযোদ্ধা এবং জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারকে বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশন ও সিলেট এরিয়ার তত্ত্বাবধানে ঈদ উপহার তুলে দেওয়া হয়। ১৭ আর্টিলারি ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. ইমরুল মাবুদ এ উপহার তুলে দেন।

শাহাদত বরণকারী মুক্তিযোদ্ধা ও জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহতদের রুহের মাগফিরাত, আহতদের পরিপূর্ণ সুস্থতা এবং দেশ ও জাতির মঙ্গলকামনা করে মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভির হোসেন, সেনাবাহিনী মৌলভীবাজর ইউনিটের কমান্ডিং অফিসার লে. কর্ণেল সাজ্জাদসহ মুক্তিযোদ্ধা ও জুলাই গণঅভ্যুত্থানে আহত এবং নিহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।