বিজয়ীদের অগ্রিম শুভেচ্ছা দিলেন এনটিভির পরিচালক

পিএইচপি কুরআনের আলো ২০২৫ অনুষ্ঠানের ফাইনাল রাউন্ডে স্বাগত বক্তব্যে বিজয়ীদের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন এনটিভির পরিচালক নুরুদ্দীন আহমেদ। আজ শুক্রবার (২৮ মার্চ) বিকেলে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে পিএইচপি কুরআনের আলো প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে তিনি এ শুভেচ্ছা জানান। অনুষ্ঠানটি এনটিভিতে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
এনটিভির পরিচালক বলেন, ‘আবু ইউসুফ সাহেবকে আজকের দিনে অনেক বার মনে পড়ছে। পিএইচপি কুরআনের আলোর যে চেয়ারম্যান, উনার সঙ্গে আমি রুমে অনেকবার কথা বলেছি। তিনি অনেক ভালো লোক ছিলেন। আল্লাহ তাঁকে জান্নাতবাসী করুক। পিএইচপি কুরআনের আলো ১৭ বছর ধরে চলছে। হাঁটিহাঁটি-পা পা করে এতদিন চলে এসেছে পিএইচপি কুরআনের আলো। আমরা দেখেছি, বাংলাদেশের অনেক জায়গায় অনেক চিন্তাবিদরা আমাদের এই ব্যাপার নিয়ে অনেক কথা বলছেন। খুব ভালো করছি। আমরা এখানেই না, দেশের বাইরেও ভালো করেছি। বিদেশেও আমাদের সুনাম আছে। আপনারা দেখবেন ছোট ছোট শিশুরা কী সুন্দর কুরআন তিলাওয়াত করছে। এটা বুঝাই মুশকিল, যে ছোট ছোট বাচ্চারা কীভাবে কুরআন তিলাওয়াত করছে। তারা অনেক ছোট বাচ্চা। এটা আমাদের জন্য অনেক বিরাট ব্যাপার। বাংলাদেশের এই পর্যন্ত যারা গিয়েছেন, তাঁরা কিন্তু রেজাল্ট না নিয়ে ফেরেন নাই। প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তা অর্জন করেছেন। আলহামদুলিল্লাহ।’
নুরুদ্দীন আহমেদ আরও বলেন, ‘আমি বেশি কিছু বলব না। গাজায় যে অসুবিধা হচ্ছে, গাজার জন্য সবাই দোয়া করবেন। ভারতে একজন নামাজ পড়ছেন, পুলিশ মারধর-লাথি মারছেন। আল্লাহ তাঁদের হেদায়েত করুক। এনটিভির চেয়ারম্যানের পক্ষ থেকে আগামী ঈদের শুভেচ্ছা রইল। যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন ও যারা ভালো রেজাল্ট করেছ। এরমধ্যে যারা প্রথম স্থান, দ্বিতীয় স্থান ও তৃতীয় স্থান অর্জন করেছ, তাঁদের সবার প্রতি এনটিভির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অগ্রিম ঈদ মোবারক রইল।’
এদিকে এবারের আসরে চারজন প্রতিযোগী হলেন—হাফেজ মুহাম্মদ মুহিবুল্লাহ মাসুম (মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা, ঢাকা), হাফেজ মুহাম্মদ আব্দুল্লাহ আল সানিম (আর রায়হান ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা), হাফেজ মুহাম্মদ শোয়াইবুর রহমান (নেত্রকোনা জামালুল কুরআন মাদ্রাসা) ও হাফেজ মুহাম্মদ হুসাইন আহমদ (জামালুল কুরআন মাদ্রাসা, ঝিনাইদহ)।
শাহ ইফতেখার তারিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিচারকের দায়িত্বে আছেন হিফজুল কুরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়িখ আব্দুল হক, আন্তর্জাতিক হাফেজ ক্বারি সিলেকশন বোর্ডের হাফেজ ক্বারি জহিরুল ইসলাম, আন্তর্জাতিক হাফেজ শোয়াইব আল আজহারী, বায়তুল মোকাররম মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মো. মিজানুর রহমান।
টেলিভিশনভিত্তিক সর্ববৃহৎ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা পিএইচপি কুরআনের আলোর চার প্রতিযোগীর মধ্য থেকে প্রধান প্রতিযোগীকে বাছাই করা হবে। প্রথম থেকে ক্রমান্বয়ে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান নির্ধারণ করা হবে।
অনুষ্ঠানে প্রথম প্রতিযোগীকে দেওয়া হবে চার লাখ টাকা, দ্বিতীয় প্রতিযোগী পাবে তিন লাখ টাকা, তৃতীয় প্রতিযোগী দুই লাখ টাকা এবং সর্বশেষ ও চতুর্থ প্রতিযোগীকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হবে এক লাখ টাকা।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, পিএইচপি গ্রুপের চেয়ারম্যান আলহাজ সুফি মো. মিজানুর রহমান প্রমুখ। এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান ও এনটিভির পরিচালক আলহাজ্ব নুরুদ্দীন আহমেদ।