চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে নিহত ২

চট্টগ্রাম নগরের বাকলিয়া এক্সেস রোড এলাকায় দুর্বৃত্তের গুলিতে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
গতকাল শনিবার (২৯ মার্চ) দিনগত রাত তিনটার দিকে বাকলিয়া এক্সেস রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন—মানিক ও আব্দুল্লাহ।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত তিনটার দিকে বাকলিয়া এক্সেস রোড এলাকায় প্রচণ্ড গোলাগুলির শব্দ শোনা যায়। ভারী অস্ত্র নিয়ে বেশ কয়েকজন যুবক একটি প্রাইভেটকারকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। গুলিতে গাড়ির চালকসহ পাঁচজন আহত হন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কতর্ব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপপুলিশ কমিশনার শাকিলা সুলতানা বলেন, ‘ধারণা করা হচ্ছে, এলাকায় আধিপত্য বিস্তার, বালুর মহাল দখল ও জায়গার দখল নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।’