টাঙ্গাইলে ৪০ পরিবারের ঈদ উদযাপন

টাঙ্গাইলে রোববার ঈদুল ফিতরের নামাজ আদায় করছে মুসল্লিরা। ছবি : এনটিভি
টাঙ্গাইলের দেলদুয়ারে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে ৪০টি পরিবার ঈদুল ফিতর উদযাপন করছে।
আজ রোববার (৩০ মার্চ) দেলদুয়ার উপজেলার শশীনাড়া গ্রামের ৪০টি পরিবার এই উৎসব পালন করছে।
স্থানীয়রা জানান, উপজেলার লাউহাটী ইউনিয়নের শশীনাড়া গ্রামের ৪০টি পরিবার ২০১২ সাল থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ উদযাপন করে আসছে। রোববার সকাল ৮টায় স্থানীয় মসজিদের মাঠে ঈদের নামাজ আদায় করেন ওই গ্রামের মুসল্লিরা।

ঈদের নামাজে ইমামতি করেন হাফেজ এরশাদ হোসেন। নামাজ শেষে বিশ্বের সব মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়। ওই গ্রামের বাকি মুসল্লিরা আগামীকাল সোমবার ঈদ উদযাপন করবেন।