ঈদ উপহার পেল কুমারখালীর ১২০০ পরিবার

কুষ্টিয়ার কুমারখালীতে এক হাজার ২০০ পরিবারের মধ্যে ঈদ উপহার প্রদান করা হয়েছে। ঈদ উপহারে ছিল—সেমাই, চিনি, গরুর মাংস, চাল ও আলু।
আজ রোববার (৩০ মার্চ) সকালে কুমারখালীর কয়া স্বপ্নভূমি জামে মসজিদ প্রাঙ্গণে এই উপহার বণ্টন করেন স্বপ্নভূমি প্রোপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক এম মিলন হাসান।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক নারী বলেন, ‘আমরা গরিব মানুষ। বাজার থেকে সবকিছু কিনে খেতে পারি না। তাই মিলন ভাই ঈদের আগে উপহার দিয়েছেন। আমি খুব খুশি। আমি গরিব মানুষ। দুই ছেলে ছিল মারা গেছে। এখন দুনিয়ায় কেউ নাই।’
স্বপ্নভূমি প্রোপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক এম মিলন হাসান বলেন, নিজের আত্মতৃপ্তি থেকে গ্রামের সকল শ্রেণি-পেশার মানুষের মাঝে ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে প্রতিবারের ন্যায় এবারও এক হাজার ২০০ পরিবারের মধ্যে ঈদ উপহার প্রদান করেছি। যতদিন বাঁচব অসহায়দের এই উপহার প্রাদান করে যাব।