ঈদের দিন আবহাওয়া শুষ্ক, পরদিন বৃষ্টির আভাস
শাওয়ালের চাঁদ দেখা গেছে। আগামীকাল সোমবার (৩১ মার্চ) উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। এদিন আবহাওয়া শুষ্ক থাকবে, তবে পরদিন হতে পারে বৃষ্টি। এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানান, দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে ও সিলেট বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, ঈদের দিন আবহাওয়া শুষ্ক থাকবে আর ঈদের দ্বিতীয় দিন দেশের কিছু কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ মৌলভীবাজার, রাঙ্গামাটি, বরিশাল, পটুয়াখালী এবং ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। তবে কিছু জায়গায় এই তাপ প্রবাহ প্রশমিত হতে পারে। সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া সহ বজ্র বৃষ্টি হতে পারে।
আগামীকাল সোমবার অর্থাৎ ঈদের দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায় ঈদের পরদিন মঙ্গলবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্র বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, কিন্তু রাতের তাপমাত্রা প্রায় একই থাকবে।