ময়মনসিংহের ঈদগায় ১৪৪ ধারা জারি

ময়মনসিংহের পাগলা থানার লামকাইন ঈদগাহ এলাকায় দু’পক্ষের বিরোধের জেরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। আজ রোববার (৩০ মার্চ) সন্ধ্যা থেকে ২৪ ঘন্টার জন্য জারি করা এই ১৪৪ ধারা আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত বলবৎ থাকবে। গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা এনএম আব্দুল্লাহ আল মামুনের জারি করা একটি আদেশনামা থেকে এই খবর নিশ্চিত হওয়া গেছে।
এ বিষয়ে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফেরদৌস আলম জানান, বিষয়টি নিয়ে একাধিকবার উভয় পক্ষের সঙ্গে বৈঠক করা হয়েছে কিন্তু সুরাহা না হওয়ায় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। আজ দুপুর ২টায় গফরগাঁও উপজেলা প্রশাসনের ফেসবুক পেজে চিঠি আপলোড করে তা শেয়ার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
আদেশে বলা হয়েছে, যেহেতু গফরগাঁও উপজেলাধীন ৯ নম্বর পাঁচবাগ ইউনিয়নের লামকাইন ঈদগাহ মাঠে আগামীকাল একাধিক পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে এবং এর ফলে আইন-শৃঙ্খলার মারাত্মক অবনতিসহ রক্তক্ষয়ী সংঘর্ষের সমূহ সম্ভাবনা বিদ্যমান রয়েছে মর্মে নিম্ন স্বাক্ষরকারীর নিকট প্রতিয়মান হয়েছে, সেহেতু সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের স্বার্থে আমার উপর অর্পিত ক্ষমতাবলে আমি এন. এম. আবদুল্লাহ- আল-মামুন, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, গফরগাঁও, ময়মনসিংহ অত্র এলাকায় ১৪৪ ধারা জারি করলাম।
নির্দেশনা অনুযায়ী, ৩০ মার্চ সন্ধ্যা ৬টা হতে ৩১ মার্চ সন্ধ্যা ৬টা ঘটিকা পর্যন্ত উক্ত এলাকায় সকল প্রকার আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন, লাঠি বা দেশি অস্ত্র বহন ও প্রদর্শন, আতশবাজি, পটকা, মাইকিং বা শব্দযন্ত্র ব্যবহার, পাঁচের বেশি লোকের একত্রে চলাফেরা, সভা-সমাবেশ, মিছিল ইত্যাদি নিষিদ্ধ থাকবে।
এবিষয়ে পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আল ফাত্তাহ খান বলেন, লামকাইন ইদগাহ মাঠে মাওলানা মোহাম্মদ আলী নামে এক আলেম প্রায় বিশ বছর যাবৎ ইমামতি করে আসছেন। এলাকার অধিকাংশ মানুষ চান তিনি এবারেও ইদের মাঠে নামাজের ইমামিত করুক। কিন্তু গোপনে জামায়াতে ইসলামীর কিছু লোক এর বিরোধীতা করে আসছে। তাদের অভিযোগ উক্ত ইমাম ইতোপুর্বে জামায়াতের বিরুদ্ধে কথা বলেছেন, তাই এবার জামায়াতের লোকজন তার ইমামতির বাধা হয়ে দাড়িয়েছেন।
এ বিষয়ে গফরগাঁও জামায়াতে ইসলামী আমীর মো ইসমাইল হোসেন সোহেল বলেন, ৫ আগষ্টের পর থেকে ওই ইমাম এলাকায় কম আসেন। এটা জানি। তবে দল হিসেবে জামায়াতে ইসলামী তার বিরোধীতা করছে না। তবে স্থানীয় লোকজন তার বিরুদ্ধে আছে এটা জানি।
এ বিষয়ে ময়মনসিংহের জেলা প্রশাসক মো মুফিদুল ইলম বলেন, বিষয়টি জানার পর তিনি ইউএনওকে তদন্ত করে ব্যববস্থা নিতে বলেছেন। ইউএনও ১৪৪ ধারা জারি করেছেন।