বিগত সরকারগুলো রাজনীতিকে লাভজনক ব্যবসায় পরিণত করেছে : ডা. ইরান

সাম্য, সুবিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৭১ সালে কৃষক-শ্রমিক- ছাত্র-জনতা দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন করলেও ৫৪ বছরে কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়িত হয়নি মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, যারাই ক্ষমতায় গিয়েছে তারাই দুর্নীত, লুটপাট ও একদলীয় শাসন-শোষণের মাধ্যমে দলবাজ সুবিধাভোগী শ্রেণি তৈরি করে দলীয়করণ, আত্মীয়করণের মহোৎসব চালিয়েছে। বিগত সরকারগুলো রাজনীতিকে লাভজনক ব্যবসায় পরিণত করেছে। তাই রাজনীতির এই অসুস্থ ধারাকে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে অর্থবহ রাজনৈতিক সংস্কার জরুরি।
শুক্রবার বিকালে রাজধানীর নয়াপল্টনস্থ দলীয় কার্যালয়ে বাংলাদেশ লেবার পার্টি ও বাংলাদেশ ছাত্রমিশনের নেতাকর্মীদের সঙ্গে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন ডা. ইরান।
ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ৫ আগষ্টের ছাত্র-জনতার বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করতে পরিকল্পিতভাবে ভারতীয় আধিপত্যবাদী অপশক্তি ও তাদের এদেশি এজেন্টরা অপতৎপরতা চালাচ্ছে। তাই খাই খাই রাজনীতির বিরুদ্ধে দেশপ্রেমিক গণতন্ত্রকামী সকল রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক শক্তিকে অর্থবহ পরিবর্তনের জন্য ঐক্যবদ্ধ হতে হবে।
এসময় বাংলাদেশ লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলী, এডভোকেট জোহরা খাতুন জুঁই, মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. মিরাজ খান, মহানগর সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম, বাংলাদেশ ছাত্র মিশনের সভাপতি সৈয়দ মো. মিলন ও সাধারণ সম্পাদক মো. নাজমুল ইসলাম মামুন, মহানগর সহসভাপতি ডা. ইউসুফ আলী, মাসুদ আলম পাটোয়ারী, নগর সহসম্পাদক এনামুল হক, পল্টন থানা সভাপতি দেলোয়ার হোসেন রিপন, সদস্য সচিব মো. সুমন আহমেদ, কামরাঙ্গীরচর থানা লেবার পার্টির সদস্য সচিব মো. আবদুর রহমান ও মো. শুক্কর আলী উপস্থিত ছিলেন।