শরীয়তপুরে হাতবোমা বিস্ফোরণ : ৮৮ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৭

শরীয়তপুরের জাজিরা থানা। ফাইল ছবি
শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ও হাতবোমা বিস্ফোরণের ঘটনায় পুলিশ বাদী হয়ে ৮৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও এক হাজার জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রোববার (৬ এপ্রিল) সকালে মামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল আখন্দ।
গতকাল শনিবার আধিপত্য বিস্তার নিয়ে বিলাশপু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদ্দুস বেপারী ও একই এলাকার জলিল মাদবরের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। শনিবার সকালে উভয়পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়ান। এ সময় দুপক্ষের লোকেরা বহু হাতবোমার বিস্ফোরণ ঘটান। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।