সড়ক ও জনপথ অধিদপ্তরে দুদকের অভিযান

সড়ক ও জনপথ অধিদপ্তরের অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পে টেন্ডার প্রদানে অনিয়মের অভিযোগের বিষয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুদক প্রধান কার্যালয় থেকে এই অভিযান পরিচালনা করা হয়। বিকেলে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে দুদকের গণসংযোগ বিভাগ।
গণসংযোগ বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক ও জনপথ অধিদপ্তরের অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পে টেন্ডার প্রদানে অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুদকের এনফোর্সমেন্ট ইউনিটের একটি অভিযান পরিচালিত হয়। অভিযানে দুদক কর্মকর্তারা কয়েকটি প্রকল্পের নথিপত্র যাচাই-বাছাই করেন।
সংগৃহীত রেকর্ডপত্র এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পর্যালোচনায় সড়ক ও জনপথের বিভিন্ন প্রকল্পের টেন্ডারে ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স (এনডিই)-এর কার্যাদেশ প্রাপ্তির ক্ষেত্রে জাল ও ভুয়া রেকর্ডপত্র দাখিলের অভিযোগের সত্যতা পাওয়া যায়।
জাল ও ভুয়া রেকর্ডপত্র দাখিলের শাস্তিস্বরূপ সড়ক ও জনপথ অধিদপ্তর এনডিই-কে ছয় মাসের জন্য ডিবার (নিষিদ্ধ) করা হয়। এনফোর্সমেন্ট টিম অভিযানকালে সংগৃহীত রেকর্ডপত্র বিশ্লেষণ শেষে কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।