কারখানার লিফট ছিঁড়ে ২ শ্রমিক নিহত
চট্টগ্রামের সীতাকুণ্ডে জিপিএইচ ইস্পাতে রড তৈরির কারখানায় কাজ করার সময় কারখানার লিফট ছিঁড়ে নিচে পড়ে ২ শ্রমিক নিহত হয়েছেন।
গতকাল রোববার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার কুমিরা ইউনিয়নের সুলতানা মন্দির এলাকায় অবস্থিত জিপিএইচ ইস্পাত কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— বাঁশবাড়িয়া সুলতানা মন্দির এলাকার রোকনুজ্জামানের ছেলে মো. মোস্তফা (২৪) ও মিরসরাই উপজেলার করুয়া এলাকার শামসুল হকের ছেলে মো. রিফাত (২৫)।
স্থানীয়রা জানান, কাজ করার সময় লিফটের তার ছিঁড়ে নিচে পড়ে ২ শ্রমিক আহত হন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে দুপুরে তাদের মৃত্যু হয়।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, জিপিএইচ ইস্পাত কারখানায় কাজ করার সময় লিফট ছিঁড়ে নিচে পড়ে শ্রমিক মোস্তফা ও রিফাত গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মোস্তফাকে মৃত ঘোষণা করেন। রিফাতকে হাসপাতালের নিউরো সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে তিনিও মারা যান।
ওসি মজিবুর রহমান আরও জানান, এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)