মডেল মেঘনার সহযোগী সমির ফের রিমান্ডে

রাজধানীর ধানমন্ডি থানার প্রতারণা মামলায় মডেল মেঘনা আলমের সহযোগী কাওয়াই প্রতিষ্ঠানের সিইও এবং সানজানা ম্যানপাওয়ার প্রতিষ্ঠানের মালিক মো. দেওয়ান সমিরকে (৫৮) আবারও চারদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (২২ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম এই আদেশ দেন। এদিন ঢাকার সিএমএম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক মোরশেদ আলম তাকে হাজির করে সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে বিচারক চারদিন রিমান্ডের আদেশ দেন।
নথি থেকে জানা যায়, গত ১২ এপ্রিল সমিরকে পাঁচদিন রিমান্ডে নিতে আদেশ দেন আদালত। তবে তিনদিনের রিমান্ড শেষ হলে পুনরায় তাকে পাঁচদিনের রিমান্ডে নেওয়া হয়।
এজাহার থেকে জানা যায়, মেঘনা আলম ও দেওয়ান সমিরসহ অজ্ঞাত পরিচয়ে দুই থেকে তিনজন একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তারা সুন্দরী মেয়েদের দিয়ে বাংলাদেশে কর্মরত বিদেশি রাষ্ট্রের কূটনীতিক বা প্রতিনিধি ও দেশীয় ধনাঢ্য ব্যবসায়ীদের প্রেমের ফাঁদে ফেলে আসছিল। অবৈধ সম্পর্ক স্থাপন করিয়ে কৌশলে অবৈধ পন্থা অবলম্বনের মাধ্যমে তাদের সম্মানহানির ভয় দেখিয়ে অর্থ আদায় করছিল। মিরআই ইন্টারন্যাশনাল ইভেন্ট ম্যানেজমেন্ট লিমিটেড নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানও ছিল মো. দেওয়ান সমিরের।
আকর্ষণীয় ও স্মার্ট মেয়েদের দেওয়ান সমিরের প্রতিষ্ঠানে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দিয়ে বিদেশি কূটনীতিক ও ধনাঢ্য ব্যবসায়ীদের কাছে সহজে যাতায়াত নিশ্চিত করা হতো। এছাড়া তার ম্যানপাওয়ার ও অন্য ব্যবসা অধিকতর লাভজনক প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করানোর লক্ষ্যে চক্রান্তের অংশ হিসেবে অসৎ উদ্দেশে তার সহযোগী আসামিদের সহায়তায় বিভিন্ন কূটনীতিককে টার্গেট করে ব্ল্যাকমেইল করা হতো। তাদের কাছ থেকে বড় অঙ্কের টাকা চাঁদা আদায় করা হতো।