টিনের ঢাল-বাঁশের বর্শা নিয়ে গ্রামবাসীর দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষ

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় গ্রাম পঞ্চায়েত সমিতির ঘর দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে উভয়পক্ষ টিনের তৈরি ঢাল ও বাঁশের তৈরি বর্শার আদলের দেশীয় অস্ত্র ব্যবহার করে। এতে দুই পক্ষের অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।
আজ শুক্রবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার নোয়াগড় গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নোয়াগড় গ্রাম পঞ্চায়েত সমিতি প্রতিবছর এলাকার জমি, পুকুর ও ডোবা ইজারা দিয়ে থাকে। সমিতির তহবিলে ইজারার বেশ কিছু অর্থও জমা রয়েছে। এতদিন ধরে সমিতি ঘরের নিয়ন্ত্রণ শাহজাহান মেম্বারের কাছে থাকলেও সম্প্রতি লতিফুর মেম্বার তাতে বাধা দেন। এই নিয়ে গত কয়েক দিন ধরেই উভয়পক্ষের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছিল।

আজ সকালে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হন। আহতদের তাৎক্ষণিক আজমিরীগঞ্জ ও বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং হবিগঞ্জ আড়াইশ শয্যা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল হাসান বলেন, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।