প্রশাসনে আ.লীগের লোকদের পুনর্বাসন প্রক্রিয়া চলছে : আসাদুজ্জামান রিপন

প্রশাসনে ধীরে ধীরে পতিত আওয়ামী লীগের লোকদের পুনর্বাসন প্রক্রিয়া চালু হয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন।
শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে নাগরিক সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে এ অভিযোগ করেন ড. আসাদুজ্জামান রিপন। লৌহজং উপজেলা বিএনপি সারা দেশে অবৈধ বালু উত্তোলন বন্ধ, নদী শাসন এবং শিমুলিয়া ঘাটে আন্তর্জাতিক কন্টেইনার পোর্ট স্থাপনসহ ১১ দফা দাবিতে এই নাগরিক সমাবেশ আয়োজন করে।
ড. আসাদুজ্জামান রিপন বলেন, সরকারের মধ্যে নানাভাবে কখনও উপদেষ্টার বিশেষ সহকারী নামে আওয়ামী লীগের পুনর্বাসন হচ্ছে। যারা শেখ হাসিনার সঙ্গে ছিলেন, দুর্নীতির সঙ্গে ছিলেন এবং যারা গণতান্ত্রিক প্রক্রিয়ার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন—সেসব লোককে আমরা ক্রমেই দেখতে পাচ্ছি। তাঁরা ইউনূস সরকারের প্রশাসনে যুক্ত হয়ে যাচ্ছেন।
ড. আসাদুজ্জামান রিপন প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, আপনাকে ভুল বুঝিয়ে, তথ্য গোপন করে পতিত স্বৈরাচার সরকারের লোকজন আপনার প্রশাসনে ঢুকে যাচ্ছে। দেশের ভাবমূর্তির ক্ষতি হচ্ছে। ৫ আগস্টের চেতনা নষ্ট হচ্ছে।
ড. আসাদুজ্জামান রিপন আরও বলেন, ৫ আগস্ট শুধু স্বৈরাচার সরকারের পতনের জন্য হয়নি। ৫ আগস্ট হয়েছে স্বৈরাচারী ব্যবস্থাকে কবর দেওয়ার জন্য।
অপরিকল্পিত, অবৈধভাবে বালু উত্তোলনের করে দেশকে বিপর্যয়ের মধ্যে ঠেলে দিচ্ছে বালু সন্ত্রাসীরা মন্তব্য করে ড. আসাদুজ্জামান রিপন বলেন, নদী শেষ হয়ে যাচ্ছে, গ্রাম শেষ হয়ে যাচ্ছে। বালু সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নের জন্য সামাজিক আন্দোলনে যাওয়ার পাশাপাশি উচ্চ আদালতে যেতে হবে।
নাগরিক সমাবেশে হলুদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামাল খানের সভাপতিত্বে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জাকারিয়া মোল্লাসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বক্তব্য দেন।