বান্দরবানে রাবার প্রসেসিং কর্মকর্তাকে গুলি করে ৫ লাখ টাকা লুট

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে গাজী রাবার প্রসেসিং প্লানটেশন অফিসার ইনচার্জ শামিম রেজাকে গুলি করে ৫ লাখ টাকা লুট করেছে দুর্বৃত্তরা। আহত অবস্থায় গুলিবিদ্ধ শামিম রেজাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার রাত (২৭ এপ্রিল) সাড়ে দশটার দিকে বাইশারী বাজার-নারিচবুনিয়া সড়কের নারিচবুনিয়া শ্মশানঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের বাইশারী বাজার-নারিচবুনিয়া সড়কের নারিচবুনিয়া শ্মশানঘাট এলাকায় অফিসের হিসেবনিকেশ শেষে হাতে থাকা ৫ লাখ টাকা নিয়ে বাড়িতে ফিরছিলেন গাজী রাবার প্রসেসিং প্লানটেশন অফিসার ইনচার্জ শামিম রেজা। খবর পেয়ে অস্ত্রধারীরা গুলি করে ৫ লাখ টাকা লুট করে নিয়ে যায়। আহত অবস্থায় রাবার কর্মকর্তাকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
গুলিবিদ্ধ কর্মকর্তার ভাই সরওয়ার আলম বলেন, আমার বড়ভাই শামিম রেজা গাজী রাবার প্রসেসিং প্লানটেশনের কাজ শেষে টাকা নিয়ে বাড়ি ফেরার সময়ে ৬-৭ জনের একটি অস্ত্রধারী দল তাকে গুলি করে। এসময় তার কাছে থাকা ৫ লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় আমাদের মা শাহিদা বেগম বাদী হয়ে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা দায়ের করবেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) মো. আনোয়ার হোসেন জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে রকিবুল হাসান নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সে উপজেলার বাইশারী ইউনিয়নের পুনর্বাসনপাড়া গ্রামের মো. ইসহাকের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার্স ইনচার্জ মাসরুরুল হক জানান, জড়িতদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।