পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর

প্রতীকী ছবি
কুমিল্লার লাকসাম পৌরসভার ৮নং ওয়ার্ডের গুন্তি গ্রামে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) ভোরে মাছের ঘেরে তাদের মরদেহ পাওয়া যায়।
নিহতরা হলেন—লাকসাম পৌরসভার গুন্তি গ্রামের মো. রুবেলের ছেলে জিহাদ (৭) এবং একই গ্রামের মো. আলীর ছেলে সাব্বির হোসেন মহিন (৯)।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার বিকেল থেকে জিহাদ ও মাহিনকে খুঁজে পাওয়া যায়নি। পরিবার ও আশপাশের লোকজন রাতভর অনেক খোঁজ করেও তাদের পায়নি। আজ মঙ্গলবার ভোরে পার্শ্ববর্তী মাছের ঘেরে তাদের মরদের পাওয়া যায়। পরে খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনিন সুলতানা বলেন, মঙ্গলবার ভোরে খবর পেয়ে আমরা গুন্তি গ্রামের মাছের ঘেরে পুলিশ পাঠিয়ে মরদেহগুলো উদ্ধার করে থানায় এনেছি। দুই পরিবারের পক্ষ থেকে দুটি অপমৃত্যুর মামলা হয়েছে।