অনুমোদনহীন রং ব্যবহার করে শিশুখাদ্য তৈরি, কারখানাকে জরিমানা

সিরাজগঞ্জের কাজীপুরে অনুমোদনহীন রংসহ বিভিন্ন ফ্লেবার ব্যবহার করে ড্রিংকস ও চাটনি উৎপাদন এবং বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় একটি কারখানা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।
এ সময় বিপুল পরিমাণ শিশুখাদ্য জব্দ করে ধ্বংস করার পাশাপাশি কারখানাটি সিলগালা করা হয়েছে।
মো. সোহেল শেখ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকেলে জেলা নিরাপদ খাদ্য অফিসার আাতিকুর রহমানকে সঙ্গে নিয়ে কাজীপুর উপজেলার গান্ধাইল এলাকায় মেসার্স ইসমাইল ফুডস কারখানায় (শিশু খাদ্য) অভিযান চালানো হয়।
অভিযানে অনুমোদনহীন রং ও বিভিন্ন ফ্লেবার ব্যবহার করে শিশুখাদ্য, ড্রিংকস ও চাটনি উৎপাদন, বিএসটিআইয়ের অনুমোদন না থাকাসহ বিভিন্ন অনিয়মে কারখানার মালিক মো. লিটনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। নিরাপদ খাদ্য কর্মকর্তার উপস্থিতিতে বিপুল পরিমাণ শিশু খাদ্য জব্দ করে ধ্বংস করার পাশাপাশি কারখানাটি সিলগালা করা হয়। জেলা ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।