ইয়াবাসহ গ্রেপ্তার চার নারীকে কারাগারে প্রেরণ
 
জামালপুর শহরের পশ্চিম ফুলবাড়িয়া ঝিগাতলা এলাকার একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার চার নারীকে কারাগারে পাঠিয়েছে আদালত।
আজ রোববার (৪ মে) দুপুরে জামালপুর সদর থানা পুলিশ তাদের জেলা জজ আদালতে পাঠালে আদালত তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এর আগে গতকাল শনিবার রাতে জামালপুর শহরের আমলাপাড়া ১ নম্বর পুলিশ ফাঁড়ির একটি দল এই অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার চারজন হলেন—টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার পাখি (২৯), জামালপুর সদর উপজেলার হরিপুর এলাকার মোছা. বৃষ্টি (২২), মোছা. মাহি খাতুন (১৮) ও দেউরপাড় চন্দ্রা এলাকার স্বর্ণা (২১)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ঝিগাতলা এলাকার হাজী ফজলুল হকের পাঁচতলা ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে অভিযান চালায়। সেখানে মহিলা পুলিশ সদস্যদের সহযোগিতায় ফ্ল্যাটের একটি কক্ষে তল্লাশি চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ চার নারীকে আটক করা হয়।
এ বিষয়ে উপপরিদর্শক (এসআই) রাসেল মিয়া বলেন, আটক নারীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। আজ বিজ্ঞ আদালতে পাঠালে তাদের কারাগারে পাঠানো হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, ওই ফ্ল্যাটটিতে দীর্ঘদিন ধরে সন্দেহজনক ব্যক্তি ও অপরিচিত নারীদের যাতায়াত ছিল। সেখানে ইয়াবা ও হেরোইন সেবনের পাশাপাশি নানা অনৈতিক কর্মকাণ্ড চলতো বলে তারা অভিযোগ করেন। এ কারণে তারা দীর্ঘদিন ধরেই প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছিলেন।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। এমন অপরাধ দমন করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।’

 
                   নাহিদ হাসান, জামালপুর (সদর-মেলান্দহ)
                                                  নাহিদ হাসান, জামালপুর (সদর-মেলান্দহ)
               
 
 
 
