অবৈধভাবে ভারত যাওয়ার সময় গ্রেপ্তার ১৪

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ১৪ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সোমবার (১২ মে) রাত ৮টার দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
৫৮ বিজিবির সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সোমবার সকাল ৬টা ৪৫ মিনিটে মহেশপুর ব্যাটালিয়নের অধীনে বেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা পিপুলবাড়িয়া গ্রামের রফিকুল ইসলামের আমবাগানের সামনে কাঁচা রাস্তার ওপর হাবিলদার মো. শাহীন মোল্লার নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনার সময় ১৪ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। তারা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। আটকদের মধ্যে দুজন পুরুষ, বাকিরা নারী ও শিশু। তারা সবাই নড়াইল জেলার বাসিন্দা।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস জানান, বিজিবি বাদী হয়ে আটকদের বিরুদ্ধে মামলা করে। পরে তাদের গ্রেপ্তার দেখিয়ে থানায় হস্তান্তর করা হয়।