এনবিআর বিলুপ্ত করে নতুন দুই বিভাগ, অধ্যাদেশ জারি

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। পরিবর্তে দেশের রাজস্ব সংক্রান্ত বিষয়গুলো দেখভালের জন্য রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে নতুন দুটি বিভাগ গঠিত হয়েছে।
সোমবার (১২ মে) মধ্যরাতে এক অধ্যাদেশ জারি করে এই সিদ্ধান্ত জানিয়েছে সরকার।
বিসিএস আয়কর ও কাস্টমস ক্যাডার কর্মকর্তাদের মতামত উপেক্ষা করেই বহুল আলোচিত এই ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ’ জারি করা হয়েছে।
সোমবার রাতের এই অধ্যাদেশে রাজস্ব নীতি বিভাগের কাজের পরিধিতে সামান্য পরিবর্তন আনা হয়েছে। রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের প্রশাসনিক পদে প্রশাসন ক্যাডারসহ আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তাদের রাখার ব্যবস্থা করা হয়েছে।
অধ্যাদেশে বলা হয়েছে, কর আইন বাস্তবায়ন ও কর আদায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ করবে রাজস্ব নীতি বিভাগ। অন্যদিকে, রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ মূলত রাজস্ব আদায়ের কাজ পরিচালনা করবে।
গত কয়েক সপ্তাহ ধরেই নতুন আইনের আওতায় প্রশাসন ক্যাডারদের নিয়োগের সুযোগ বাতিলের দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন এনবিআর কর্মকর্তারা।
নতুন আইনে বলা হয়েছে, নতুন রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের সচিব বা সিনিয়র সচিব পদে যেকোনো যোগ্য সরকারি কর্মকর্তাকে নিয়োগ দিতে পারবে সরকার। এমনকি কাস্টমস, এক্সাইজ ও মূল্য সংযোজন কর আপিল ট্রাইব্যুনাল এবং আয়কর আপিল ট্রাইব্যুনালকেও রাজস্ব নীতি বিভাগের অধীনে নিয়ে আসা হবে, যা থাকবে অর্থ মন্ত্রণালয়ের আওতায়।
এর আগে এনবিআরকে বিভক্ত করে রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ গঠনের খসড়া আইনের অনুমোদন দেয় সরকার।
ওই আইন অনুযায়ী, রাজস্ব নীতি বিভাগের বিভিন্ন পদে আয়কর, মূসক, কাস্টমস, অর্থনীতি, ব্যবসায় প্রশাসন, গবেষণা ও পরিসংখ্যান, প্রশাসন, অডিট ও হিসাবরক্ষণ এবং আইন সংক্রান্ত কাজে অভিজ্ঞ কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হবে।
বিদ্যমান কাঠামো পুনর্গঠনের মাধ্যমে রাজস্ব আদায় কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা বৃদ্ধি করতে রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ গঠন করা উপযুক্ত ও প্রয়োজনীয় বলে প্রস্তাবিত আইনে উল্লেখ করা হয়।
আইনে বলা হয়েছে, রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের প্রশাসনিক বিভাগের বিভিন্ন পদ বাংলাদেশ সিভিল সার্ভিসের (প্রশাসন) ক্যাডার এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগে কর্মরত কর্মচারীদের মাধ্যমে পূরণ করা হবে।