পঞ্চগড়ে ধান-চাল সংগ্রহ শুরু

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় অভ্যন্তরীণভাবে বোরো ধান ও চাল সংগ্রহ শুরু হয়েছে। আজ শনিবার (১৭ মে) দুপুর ১টায় উপজেলা খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সুদেব কুমার দাস, এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোছা. জেসমিন আক্তার, দেবীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হরিশ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক নাজমুস সাকিব মুনসহ স্থানীয় কৃষক ও মিল মালিকরা।
এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোছা. জেসমিন আক্তার জানান, চলতি মৌসুমে উপজেলায় ৭৩০ মেট্রিক টন ধান এবং ২ হাজার ৪৫১ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ধানের সরকার নির্ধারিত মূল্য প্রতি কেজি ৩৬ টাকা এবং চালের মূল্য প্রতি কেজি ৪৮ টাকা।
জেসমিন আক্তার আরও বলেন, এই উদ্যোগের মাধ্যমে কৃষকদের কাছ থেকে সরাসরি ন্যায্যমূল্যে ধান ও চাল সংগ্রহ করা হবে। এতে কৃষকরা ন্যায্য দাম পাবেন এবং লাভবান হবেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সুদেব কুমার দাস জানান, সংগ্রহ কার্যক্রমে কৃষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নিয়মনীতি অনুসরণ করে সুষ্ঠু ও স্বচ্ছভাবে সংগ্রহ অভিযান পরিচালনার জন্য মনিটরিং ব্যবস্থাও জোরদার করা হয়েছে।