সেতুর উচ্চতা প্রতিবন্ধকে ধাক্কা লেগে কলেজছাত্র নিহত

চট্টগ্রামের বোয়ালখালীতে কর্ণফুলী নদীর ওপর কালুরঘাট সেতুর উচ্চতা প্রতিবন্ধকে ধাক্কা লেগে মুহাম্মদ আসিফ (১৯) নামে এক কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ শনিবার (১৭ মে) বিকেলে সেতুর পূর্ব প্রান্তে এ দুর্ঘটনা ঘটে। নিহত আসিফ বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নের আকলিয়া গ্রামের তুলাতল এলাকার বাসিন্দা শের মিয়ার ছেলে। তিনি কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আসিফ একটি পিকআপের পেছনে দাঁড়িয়ে নদী পার হচ্ছিলেন। সেতু থেকে নামার সময় সেতুর নিচের উচ্চতা প্রতিবন্ধক (লোহা/গার্ডার) তার মাথায় আঘাত করে। সঙ্গে সঙ্গে তিনি অচেতন হয়ে পিকআপ থেকে পড়ে যান। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আসিফের এক প্রতিবেশী জানান, তিনি রাঙ্গুনিয়ায় মামার বাড়ি থেকে একটি গরু ও কাঁঠাল পিকআপযোগে বাড়িতে আনছিলেন। পথেই এই দুর্ঘটনার শিকার হন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম আশেক বলেন, কালুরঘাট সেতুর সঙ্গে ধাক্কা খেয়ে আহত এক যুবককে হাসপাতালে আনা হয়। পরে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।