সিরাজগঞ্জে ডাকাত দলের হামলায় খামারি নিহত

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার কাউলিয়া চরে একটি গরুর খামারে ডাকাত দলের হামলায় তারা মিয়া (৬৫) নামে এক খামারি নিহত হয়েছেন। এ সময় ডাকাতদল খামার থেকে ৫টি গরু লুট করে নিয়ে গেছে।
আজ বুধবার (২১ মে) সকালে নিহত তারা মিয়ার মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
এর আগে মঙ্গলবার রাত ১২টার দিকে চৌহালী উপজেলার ঘোরজান ইউনিয়নের মুরাদপুর কাউলিয়া চরে এই হামলার ঘটনা ঘটে। নিহত তারা মিয়া চৌহালী উপজেলার খাসকাউলিয়া ইউনিয়নের খাসকাউলিয়া পশ্চিম জোতপাড়া গ্রামের মৃত আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে।
চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শাখাওয়াত হোসেন জানান, তারা মিয়া ও তার নাতি ইব্রাহিম চৌহালী উপজেলার কাউলিয়া চরে অস্থায়ী ঘর তৈরি করে জমি চাষাবাদ ও গরু পালন করতেন। গতকাল রাতে ১০ থেকে ১২ জনের একদল ডাকাত রামদা ও লোহার রড তাদের গরুর খামারে হামলা চালায়। ডাকাতদল ঘরে প্রবেশ করে ইব্রাহিমকে বস্তাবন্দি করে এবং তারা মিয়াকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর তারা ৫টি গরু লুট করে নৌকাযোগে পালিয়ে যায়।