কুমিল্লা-ফেনী সীমান্তে ৫২ নারী-শিশুকে পুশইন বিএসএফের

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কুমিল্লা ও ফেনী সীমান্ত দিয়ে নারী, শিশু ও পুরুষসহ ৫২ জন বাংলাদেশিকে বাংলাদেশে পুশইন করেছে। আজ বৃহস্পতিবার (২২ মে) ভোরে অবৈধভাবে অনুপ্রবেশের সময় বিজিবির ৪, ১০ এবং ৬০ নম্বর ব্যাটালিয়নের টহলদল তাদের আটক করে।
আটকদের মধ্যে রয়েছে- ১৯ জন পুরুষ, ১৫ জন নারী ও ১৮ জন শিশু। বিষয়টি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কর্নেল মীর আলী এজাজ।
বিজিবি জানায়, ফেনীতে আটক ৩৯ জনকে জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে, কুমিল্লা সীমান্তে আটক ১৩ জনকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রশাসনের জিম্মায় দেওয়া হয়েছে।
কুমিল্লায় আটক ১৩ জনের তালিকায় রয়েছেন- মাহবুব ইসলাম (৩০), হালিমা বিবি (২৫), জাহিদুল ইসলাম (৩০), শাহ জালাল (৩৫), মাহমুদা আক্তার (৩০), মরিয়ম বেগম (২৫), মামুন (১৪), মারুফা আক্তার (৬), জবা (৯), মনসুর (৮), শাহনাজ (৬), আলিফ (১) ও মোমিনুল (৩)।
কুমিল্লা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা তুজ জোহরা জানান, কুমিল্লায় আটক ব্যক্তিদের মধ্যে কেউ কুড়িগ্রাম জেলার, আবার কেউ টাঙ্গাইল জেলার বাসিন্দা। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।