তরুণদের মাঝে কানেকশন তৈরি করছে ‘ফিনিক্স সামিট’
সাইবার সুরক্ষা ও ডিজিটাল নিরাপত্তা এবং সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আজ বৃহস্পতিবার (২২ মে) শুরু হয়েছে তিনদিনব্যাপী ‘ফিনিক্স সামিট ২০২৫’। দেশের সবচেয়ে বড় এই সাইবার সিকিউরিটি সম্মেলন আয়োজন করেছে দ্য টিম ফিনিক্স।
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এই সম্মেলন আগামী ২৪ মে পর্যন্ত চলবে। দেশের সাইবার সুরক্ষা রক্ষাকর্মী, গবেষক, নীতিনির্ধারক ও নৈতিক হ্যাকারদের এক ছাদের নিচে এনে একটি নিরাপদ ডিজিটাল ভবিষ্যৎ গঠনের লক্ষেই শুরু হয়েছে এই সম্মেলন। যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কয়েকশ শিক্ষার্থী অংশ নিয়েছে।
শিক্ষার্থীদের একজন প্রান্তর ইকবাল। রাজধানীর ধানমন্ডি থেকে আসা ১৭ বছর বয়সী এই শিক্ষার্থী বলেন, এখানে আমরা কানেকশন তৈরি করতে এসেছি। আমাদের সবার কানেকশন যত স্ট্রং থাকবে বাংলাদেশের সাইবার সিকিউরিটি তত স্ট্রং থাকবে।
মাহাথীর আদনান নামে আরেক শিক্ষার্থী বলেন, আমরা এখানে ওয়ার্কশপ করেছি। যার মাধ্যমে আমাদের সাইবার থ্রেট হান্টিং, ডিজিটাল ফরেনসিকস, ওপেন সোর্স ইন্টেলিজেন্স ইত্যাদি সম্পর্কে ধারণা পেয়েছি। এই সামিটে অংশ নিয়ে আমি ব্যক্তিগতভাবে নিজের আগ্রহের জায়গায় উন্নতি করতে পারছি।
নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মারিয়া ইফ্ফাত বলেন, আমরা সব সময় সাইবার অ্যাটাক সম্পর্কে শুনি। কিন্তু সেই অ্যাটাক কিভাবে হতে পারে, কি কি ধরনের অ্যাটাক হতে পারে— সেগুলো শিখতে পেরেছি, জানতে পেরেছি। মেন্টররা আমাদের দারুণভাবে বিষয়গুলো বুঝিয়ে দিয়েছেন।