চলছে ফিনিক্স সামিট সম্মেলনের রেড টিমিং ডে, পর্দা নামবে সন্ধ্যায়

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে চলছে দেশের সবচেয়ে বড় সাইবার সিকিউরিটি সম্মেলন ফিনিক্স সামিট ২০২৫। তিনদিন ব্যাপি এই সম্মেলনের শেষ দিন আজ।
শনিবার (২৪ মে) সকাল সাড়ে ৯টার দিকে শুরু হয় আজকের সম্মেলনের ‘রেড টিমিং ডে’।
আজকের সম্মেলনের কার্যক্রম নিয়ে ফিনিক্স সামিট সম্মেলনের মূল উদ্যোক্তা ও টিম ফিনিক্সের ফাউন্ডার শামীম রেজা বলেন, আজ আমাদের মূল আলোচনায় থাকছে অফেন্সিভ সিকিউরিটি। এছাড়া আজ আমাদের ক্লোজিং সিরিমনি অনুষ্ঠিত হবে।
শামীম রেজা জানান, ফিনিক্স সামিট ২০২৫ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মো. এমদাদ উল বারী।
উল্লেখ্য, দ্য টিম ফিনিক্স দ্বারা আয়োজিত এই সম্মেলনটি একটি তৃণমূল পর্যায়ের সাইবার সুরক্ষা আন্দোলন, যা ডিজিটাল নিরাপত্তা ও সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে। সম্মেলনে অংশগ্রহণকারীরা হাতে-কলমে অভিজ্ঞতা, প্রাসঙ্গিক জ্ঞান ও বাস্তবমুখী কৌশল অর্জনের সুযোগ পাবেন। থ্রেট হান্টিং, ডিজিটাল ফরেনসিকস, ওপেন সোর্স ইন্টেলিজেন্স (OSINT) এবং সাইবার সংকট মোকাবিলার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে।