ফরিদপুরের আলফাডাঙ্গায় ১৪৪ ধারা জারি

ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের জেরে একই স্থানে পৃথক সভার ডাক দেওয়ায় চরম উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ সোমবার (২৬ মে) বেলা ১১টায় আলফাডাঙ্গা বাজার এলাকায় ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।
জানা যায়, স্থানীয় বিএনপির পক্ষ থেকে একটি সভার আয়োজন করা হয়। অন্যদিকে, বিএনপি নেতা খুশবুর রহমান খোকনের নেতৃত্বে তার সমর্থকরা আলফাডাঙ্গা চৌরাস্তা মোড়ে একই সময়ে সভার আয়োজন করে। ফলে একই সময় দুই পক্ষ সভার ঘোষণা দিলে কর্মী-সমর্থকরা জড়ো হতে থাকেন সেখানে। এতে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ দুই পক্ষকে সরিয়ে দেয়। পরে উপজেলা প্রশাসন থেকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য ১৪৪ ধারা জারি করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম রাহানুর রহমান জানান, ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের জেরে একই স্থানে পৃথক সভার ডাক দেওয়ায় পরিস্থিতি অশান্ত হতে পারে আশঙ্কা করে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসন তৎপর রয়েছে।
একেএম রাহানুর রহমান আরও জানান, এ ঘটনায় এখনো কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।