চুয়াডাঙ্গায় ট্রেন আটকে মানববন্ধন
চুয়াডাঙ্গার জীবননগরে গাফফার আলী ওরফে আকাশ হত্যার বিচারের দাবিতে রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন ২৩ মিনিট আটকে মানববন্ধন করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী। আজ রোববার (১ জুন) সকাল ৯টা ১০ মিনিটে জীবননগর উপজেলার উথলী রেল স্টেশনে ট্রেনের সামনে দাঁড়িয়ে মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে আকাশের বাবা জিন্নাত আলী বলেন, ‘আমি আমার ছেলে হত্যার বিচার চাই। যারা জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।’
আকাশের মা বলেন, ‘আমার ছেলে অন্যায় করত না। বরং অন্যায়ের প্রতিবাদ করত। সেই কারণেই তাকে ট্রেন থেকে ফেলে হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই।’
মানববন্ধন শেষে ট্রেনের টিটি মাহাবুব হোসেনের হাতে স্মারকলিপি দেওয়া হয়। তিনি জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন।
উল্লেখ্য, গত ২১ মে রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী কপোতাক্ষ ট্রেন থেকে পড়ে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সেনেরহুরা গ্রামের আকাশের মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, আকাশ একা একা পড়ে যাননি; বরং পরিকল্পিতভাবে লালন ও পারভেজ নামের দুই টিটি এবং কাদের নামের এক পুলিশ সদস্য তাকে বুকে লাথি মেরে ট্রেন থেকে ফেলে হত্যা করেছে।

রিপন হোসেন, চুয়াডাঙ্গা (জীবননগর, দামুড়হুদা ও দর্শনা স্থলবন্দর)