কমতে পারে মাইক্রোবাসের দাম
আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে মাইক্রোবাসের সম্পূরক শুল্ক ২০ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই মাইক্রোবাসের দাম কমতে পারে।
আজ সোমবার (২ জুন) বিকেল ৩টায় জাতির সামনে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট বক্তব্য উপস্থাপনকালে এ প্রস্তাব করেন অর্থ উপদেষ্টা। রাজনৈতিক সরকার না থাকায় এবং জাতীয় সংসদ কার্যকর না থাকায় এবার সংসদে বাজেট উপস্থান করা হচ্ছে না। বাংলাদেশ টেলিভিশনে অর্থ উপদেষ্টার বাজেট বক্তব্য সম্প্রচার করা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক