এনসিপির রাজশাহী জেলা নেতাকে অব্যাহতি
এনসিপি লোগো
জাতীয় নাগরিক পার্টির-(এনসিপি) রাজশাহী জেলা সমন্বয় কমিটির ১ নং যুগ্ম সমন্বয়কারী নাহিদুল ইসলাম সাজুকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
আজ শুক্রবার (২৭ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আপনার বিরুদ্ধে গুরুতর দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উত্থাপিত হয়েছে। এমতাবস্থায় শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আপনাকে দলের প্রাথমিক পদসহ সকল দায়িত্ব থেকে এতদ্বারা সাময়িক অব্যাহতি প্রদান করা হলো। একই সঙ্গে আপনাকে কেন সংগঠন থেকে স্থায়ী বহিষ্কার করা হবে না, তার যথাযথ ব্যাখ্যা আগামী তিন (০৩) কার্যদিবসের মধ্যে শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাড. আব্দুল্লাহ আল-আমিন বরাবর দাখিলের জন্য নির্দেশনা প্রদান করা হলো।’

এনটিভি অনলাইন ডেস্ক