ময়মনসিংহে বজ্রাঘাতে বাবা-ছেলে নিহত
ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া আব্দুল্লাহ্পুর কান্দিপাড়া গ্রামে বজ্রাঘাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। আজ রোববার (৬ জুলাই) বিকেলে জমিতে কাজ করার সময় এ ঘটনা ঘটে।
নিহত বাবা-ছেলে হলেন মোস্তফা মিয়া (৪০) ও তাঁর প্রথম শ্রেণিতে অধ্যয়নরত ছেলে তাইফ হোসেন (৬)। তাঁরা খারুয়া আব্দুল্লাহ্পুর কান্দিপাড়ার বাসিন্দা।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, বলেন, বাড়ির পাশে একখণ্ড জমিতে ধানবীজ ফেলতে যান কৃষক মোস্তফা মিয়া। বাবাকে সহযোগিতা করতে সঙ্গে যায় স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়ুয়া ছেলে তাইফ হোসেন। বিকেল সাড়ে ৪টার দিকে হঠাৎ বজ্রাঘাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার বলেন, আগামীকাল নিহতদের পরিবারে দুই বাণ্ডিল টিন এবং জনপ্রতি ছয় হাজার করে ১২ হাজার টাকাসহ কিছু শুকনো খাবার দেওয়া হবে।

আইয়ুব আলী, ময়মনসিংহ