কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর সড়কে ড্রাম ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও তিনজন। আজ রোববার (১৩ জুলাই) দুপুরে উপজেলার সোনাহাট ইউনিয়নের ঘুন্টিঘর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা সবাই একই পরিবারের সদস্য।
নিহতরা হলেন—অটোরিকশা চালক বাহাজ উদ্দিন বানু মিয়া (৩২) ও অটোরিকশা যাত্রী আতিকা সুলতানা (১৩)। বানু মিয়া ভূরুঙ্গামারীর পাইকেরছড়া ইউনিয়নের বাসিন্দা। আতিকা সুলতানা নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের আবু বক্কর সিদ্দিকের মেয়ে।
আহতরা হলেন—আবু বক্কর সিদ্দিক (৩৮), তার স্ত্রী মোর্শেদা বেগম (৩৫) ও তাদের মেয়ে ফাতেমা (৯)। আবু বক্কর সিদ্দিককে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, ড্রাম ট্রাকটি ভূরুঙ্গামারী থেকে স্থলবন্দরের দিকে যাচ্ছিল। এ সময় একটি যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। অটোরিকশার যাত্রী আতিকা সুলতানা ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নেওয়ার পথে মারা যান অটোরিকশাচালক বানু মিয়া।
ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম বলেন, সড়ক দুর্ঘটনায় আহত চারজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে একজন মৃত ছিল। একজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুজন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল হেলাল মাহামুদ জানান, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন মারা গেছে। আরেকজন হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। ড্রাম ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

                  
                                                  শামসুজ্জোহা সুজন, কুড়িগ্রাম (ভূরুঙ্গামারী)