কারখানায় যৌথ অভিযান, বিপুল চোলাই মদসহ নারী আটক

মদের কারখানায় যৌথ অভিযান চালিয়ে জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ চোলাই মদ। ছবি : এনটিভি অনলাইন
নাটোরের লালপুর উপজেলায় চোলাই মদের কারখানায় যৌথ অভিযান চালিয়েছে সেনাবাহিনী ও পুলিশ। এ সময় বিপুল পরিমাণ চোলাই মদ ও মদ তৈরির কাঁচামালসহ নাছিমা বেগম (৪৩) নামে এক নারীকে আটক করা হয়েছে। আটক নাছিমা বেগম ওই এলাকার বাসিন্দা।
শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পশ্চিম মাঝগ্রামে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রায় ৩০ লিটার চোলাই মদ, ৬৫টি বালতিতে সংরক্ষিত আনুমানিক ৪৫৫ লিটার মদ তৈরির কাঁচামাল এবং নগদ ৫০ হাজার টাকা জব্দ করা হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান জানান, আটক নারী নাছিমা বেগম দীর্ঘদিন ধরে চোলাই মদ তৈরি ও বিক্রির সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।