এক ব্যক্তি প্রধানমন্ত্রী ও সংসদ নেতা হতে পারবেন, দলীয় প্রধান নয় : ডা. তাহের

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, প্রধানমন্ত্রী ও সংসদ নেতা দুটিই কাছাকাছি দায়িত্ব। এগুলো বিভক্ত হয়ে গেলে মাঝেমধ্যে অচলাবস্থা তৈরি হতে পারে। তাই দুটি দায়িত্বে একজন ব্যক্তি থাকতে পারা বাস্তবসম্মত। তবে একইসঙ্গে একজনের দলের প্রধান থাকা উচিত নয়, কারণ আমরা ক্ষমতায় ও সংসদে ভারসাম্য চাচ্ছি, তাই একইভাবে দলেও ক্ষমতার ভারসাম্য থাকতে হবে।
আজ রোববার (২০ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের ১৫তম দিনের সংলাপ শেষে এসব কথা বলেন সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
জামায়াত নেতা ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘আজকে দুটি বিষয়ের ওপরে কথা হয়েছে। প্রথমত, তত্ত্বাবধায়ক সরকারের কাঠামোর ব্যাপারে। এটি গঠনে পাঁচ বা সাত সদস্যের কমিটির যে দুটি প্রস্তাব এসেছে, আমরা কোনোটিরই বিরোধিতা করছি না। আমাদের কথা একটাই—কমিটির সদস্য মনোনয়ন হোক সর্বসম্মতভাবে, কোনো রকম ভোটাভুটির মাধ্যমে নয়।’
ডা. তাহের বলেন, ‘দ্বিতীয় বিষয়টি হলো—প্রধানমন্ত্রী কতগুলো দায়িত্ব ভোগ করতে পারবেন। ঐকমত্য কমিশনের প্রস্তাব হচ্ছে, যেকোনো একটি, তিনটির ভেতরে—প্রধানমন্ত্রী, লিডার অব দ্য হাউস ও দলের প্রধান। এই তিনটির ভিতরে যেকোনো একটি একজন ব্যক্তি দায়িত্ব পালন করতে পারবেন। আমরা এখানে বলেছি, এক্ষেত্রে একজন দুটি দায়িত্বে থাকতে পারেন। একটি হচ্ছে প্রধানমন্ত্রী, আরেকটি হচ্ছে লিডার অব দ্য হাউস। দুটিই কাছাকাছি দায়িত্ব। এগুলো যদি বিভক্ত হয়ে যায়, তাহলে মাঝেমধ্যে অচলাবস্থা তৈরি হয়ে যেতে পারে। তাই প্রধানমন্ত্রী ও লিডার অব দ্য হাউস দুটিতেই একজন ব্যক্তি থাকতে পারা বাস্তবসম্মত। বিএনপির প্রস্তাব ছিল তিনটিতেই থাকতে পারবেন। আমরা কমিশন ও বিএনপির সঙ্গে দ্বিমত করেছি।’
জামায়াতে ইসলামীর এই নায়েবে আমির বলেন, ‘আমরা ক্ষমতায় ভারসাম্য, সংসদে ভারসাম্য চাচ্ছি, একইভাবে দলেও একটি ক্ষমতার ভারসাম্য থাকতে হবে। রাজনৈতিক চর্চা থাকতে হবে। এটা হচ্ছে আমাদের স্পিরিট। যেহেতু সংস্কারের সুযোগ এসেছে, তাই আমরা সরকার, দল, রাষ্ট্র, সংসদ সব জায়গায় এক ধরনের স্বচ্ছতা আনতে চাচ্ছি। ক্ষমতায় ভারসাম্য আনতে চাচ্ছি, ক্ষমতা ও কতৃত্বের বিকেন্দ্রীকরণ আমরা চাচ্ছি। এটি আমাদের মুখ্য অবস্থান। এটি বাস্তবায়নে যেখানে যেটি করা দরকার সেখানে সংস্কার আনার প্রস্তাব করছি এবং আমরা এজন্য খুবই সিরিয়াস।’