আহত হননি শাহরুখ, ছড়িয়েছে ভুয়া খবর
শাহরুখ খান আহত হয়েছেন—বৃহস্পতিবার সকাল থেকে এমনই খবর ছড়াতে থাকে দেশ-বিদেশের একাধিক গণমাধ্যমে। বলা হয়, 'কিং' সিনেমার অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে পিঠে চোট পেয়েছেন কিং খান। এমনকি এক মাসের বিশ্রাম ও চিকিৎসার জন্য তিনি আমেরিকায় গেছেন—এই খবরও ভাইরাল হয়।
তবে সেই খবরকে পুরোপুরি ভুয়া বলে দাবি করেছে ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম এনডিটিভি। তারা জানায়, শাহরুখ একেবারে সুস্থ রয়েছেন, নতুন করে কোনো চোট পাননি।
শাহরুখ ঘনিষ্ঠ একটি সূত্রকে উদ্ধৃত করে এনডিটিভি জানায়, মাঝে মাঝে পুরনো পিঠের চোটের কারণে তাকে নিয়মিত চিকিৎসা নিতে হয়। সেই ধারাবাহিক চিকিৎসার অংশ হিসেবেই তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন। আর এই যাত্রা নিয়েই ছড়িয়েছে বিভ্রান্তিকর গুঞ্জন।
‘কিং’ সিনেমার শুটিংও চলছে নির্ধারিত সময়সূচি অনুযায়ী। পরিচালক সিদ্ধার্থ আনন্দের এই সিনেমাতে শাহরুখের সঙ্গে থাকছেন মেয়ে সুহানা খানও। অ্যাকশনধর্মী এই সিনেমায় বাবা-মেয়ে একসঙ্গে স্ক্রিন শেয়ার করবেন, যা নিয়ে শুরু থেকেই দর্শকদের আগ্রহ তুঙ্গে।
তবে আপাতত স্বস্তির খবর—শাহরুখ খান সুস্থ রয়েছেন, আর তাঁর নতুন সিনেমার শুটিংও থেমে নেই।

বিনোদন ডেস্ক