দুদকের মামলায় গ্রেপ্তার দেখানো হলো সালমান এফ রহমানকে

অর্থ আত্মসাতের অভিযোগের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
আজ সোমবার (২১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন। এদিন এ মামলায় সালমান এফ রহমানকে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করে দুদক। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
বিষয়টি দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর নিশ্চিত করেছেন। তিনি বলেন, সালমান এফ রহমানের বিরুদ্ধে ভুয়া প্রতিষ্ঠান খুলে আইএফআইসি ব্যাংক থেকে ১১০০ কোটি টাকার বেশি আত্মসাতের প্রমাণ পেয়েছে দুদক। এ ঘটনায় গত ৩ জুন সালমান এফ রহমান, তার ছেলে শায়ান এফ রহমান ও সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামানসহ ৩৯ জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করে দুদক।
গত বছরের ১৩ আগস্ট নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়। এরপরে তাকে হত্যা মামলাসহ একাধিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়েছে।