মাইলস্টোনে হতাহতদের তালিকা প্রস্তুতে কমিটি গঠন

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহত, নিহত ও নিখোঁজ শিক্ষার্থীসহ অন্যদের প্রকৃত সংখ্যা নির্ণয় করে ঠিকানাসহ তালিকা প্রস্তুত করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২২ জুলাই) শিক্ষাপ্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ এই কমিটি গঠন করে।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলমকে এই কমিটির সভাপতি করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন মো. মাসুদ আলম (উপাধ্যক্ষ-প্রশাসন), খাদিজা আক্তার (প্রধান শিক্ষিকা), লুৎফুন্নেসা লোপা (কো-অর্ডিনেটর), মনিরুজ্জামান মোল্লা (অভিভাবক), মারুফ বিন জিয়াউর রহমান (শিক্ষার্থী) ও মো. তাসনিম ভূঁইয়া (শিক্ষার্থী)।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এই কমিটি আগামী তিন কর্মদিবসের মধ্যে তাদের প্রতিবেদন প্রদান করবে।
উল্লেখ্য, রাজধানীর তেজগাঁও বিএএফ ঘাঁটি (পুরোনো বিমানবন্দর) থেকে যুদ্ধবিমানটি উড্ডয়নের পরপরই সোমবার (২১ জুলাই) দুপুর সোয়া ১টার দিকে উত্তরার মাইলস্টোনে স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনের ওপর আছড়ে পড়ে। এর কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিছুক্ষণের মধ্যে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে গিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্ধারের কাজ শুরু করেন।
এ ঘটনায় এখন পর্যন্ত ৩২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আইএসপিআর। এরমধ্যে নিহতদের পরিবারের কাছে ২০ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। এছাড়া বিভিন্ন হাসপাতালে দেড় শাতাধিক চিকিৎসাধীন আছেন।