মাইলস্টোনের শিক্ষিকা মাহরিনের সমাধিতে বিমানবাহিনীর শ্রদ্ধা

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে যুদ্ধবিমান বিধ্বস্তের পর নিজের জীবন উৎসর্গ করে শিক্ষিকা মাহরিন চৌধুরী বাঁচিয়েছেন ২০ শিক্ষার্থীকে। আর সেই আত্মত্যাগী শিক্ষিকার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার সমাধিতে বাংলাদেশ বিমানবাহিনীর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
বুধবার (২৩ জুলাই) নীলফামারীর জলঢাকা পৌরসভার বগুলাগাড়ী গ্রামে মাহরিন চৌধুরীর সমাধিতে বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনের পক্ষে একটি প্রতিনিধি দল পুষ্পস্তবক অর্পণ করে।
পুষ্পস্তবক অর্পণ শেষে মাহরিন চৌধুরীর আত্মার মাগফিরাত কামনা করেন বিমানবাহিনীর সদস্যরা। সেই সঙ্গে শোকাহত পরিবারের প্রতি জানানো হয় গভীর সমবেদনা।
বিমানবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ‘মানবিকতা, সাহসিকতা ও দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন শিক্ষিকা মাহরিন চৌধুরী। কোমলমতি শিক্ষার্থীদের বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করেছেন তিনি। তার এই ত্যাগ চিরকাল সবার হৃদয়ে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।’

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মাহরীন চৌধুরী সাম্প্রতিক এ দুর্ঘটনায় তার ২০ জন শিক্ষার্থীকে রক্ষা করতে গিয়ে নিজের প্রাণ হারান। তার এই বীরত্বপূর্ণ আত্মত্যাগ সারা দেশের মানুষের হৃদয় ছুঁয়ে গেছে।
মাহরিন চৌধুরী বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাতিজি। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আপন খালাতো ভাই মহিদুর রহমানের মেয়ে তিনি।