মাইলস্টোন দুর্ঘটনায় নিহত রাইসার দাফন সম্পন্ন

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে নিহত তৃতীয় শ্রেণির শিক্ষার্থী রাইসা মনির (৯) জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সকাল ৯টায় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজড়া গ্রামের ঈদগাহ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
রাইসা মনি বাজড়া গ্রামের শাহাবুল শেখের মেয়ে। সে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। ভাই-বোনের মধ্যে রাইসা ছিল দ্বিতীয়। তার এক বড় বোন ও এক ছোট ভাই রয়েছে।
এর আগে, বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে ডিএনএ পরীক্ষার মাধ্যমে রাইসার মরদেহ শনাক্ত হলে গ্রামের বাড়িতে আনা হয়।
রাইসার বাবা বলেন, ‘আমি কারও প্রতি কোনো অভিযোগ রাখি না। আল্লাহ যা কপালে লিখে রেখেছেন, তাই হয়েছে। আমি সবার কাছে আমার মেয়ের জন্য দোয়া চাই।’
জানাজায় অংশ নেন আলফাডাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল।
তিনি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, এই কঠিন সময়ে আমরা পরিবারটির পাশে আছি।