যুক্তরাষ্ট্র-ফিনল্যান্ড-সুইডেনের রাজধানীর চেয়েও ভালো ঢাকার বাতাস

ঢাকার বায়ুমানের বেশ উন্নতি হয়েছে। আজ রোববার (২৭ জুলাই) বিশ্বে বায়ুদূষণের তালিকায় ৭২তম অবস্থানে রয়েছে শহরটি। আজ ঢাকার বাতাস ‘ভালো’ পর্যায়ে রয়েছে। সকাল ৮টায় ঢাকার একিউআই স্কোর ৫০।
ঢাকার বাতাসের মান আজ যুক্তরাষ্ট্র, ফিনল্যান্ড, সুইডেনের রাজধানীর চেয়েও ভালো পর্যায়ে রয়েছে। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান নির্ধারণ সংস্থা আইকিউএয়ার থেকে এ তথ্য জানা গেছে।
একিউআই সূচক অনুযায়ী, আজ ১৭৮ স্কোর নিয়ে বিশ্বে বায়ুদূষণের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে মিসরের কায়রো। সমান ১৭৪ স্কোর নিয়ে দ্বিতীয় ও তৃতীয়তে রয়েছে যথাক্রমে বাহরাইনের মানামা ও ইন্দোনেশিয়ার জাকার্তা। ১৭২ স্কোর নিয়ে চতুর্থতে রয়েছে পাকিস্তানের লাহোর। ১৬৯ স্কোর নিয়ে পঞ্চমে রয়েছে উগান্ডার কামপালা।
একিউআই মান অনুযায়ী, ১-৫০ স্কোর থাকলে তখন বায়ুর গুণমানকে ‘ভালো’ বলে বিবেচনা করা হয়। ৫১ থেকে ১০০ স্কোর থাকলে তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এসময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়। ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এ ছাড়া ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।