খুলনায় ৬০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের যাত্রা শুরু

খুলনায় ৬০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল শনিবার (২৬ জুলাই) খুলনা ক্লাবে সুন্দরবন ডেল্টা উন্নয়ন উদ্যোগ (এসডিজিআই) এবং আরব কন্ট্রাক্টর ওরাসকম পেনিনসুলা কনসোর্টিয়ামের মধ্যে এই চুক্তি হয়। দেশের নবায়নযোগ্য শক্তি খাতে এটি এক গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের শীর্ষ অর্থনীতিবিদ, বিদেশি বিনিয়োগকারী, পরিবেশবিদ ও উদ্যোক্তারা। এতে সভাপতিত্ব করেন এসডিজিআই চেয়ারপারসন ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগর লবি। তত্ত্বাবধানে ছিলেন সদস্য সচিব এম এ এন শাহীন।
অনুষ্ঠানে বক্তব্য দেন খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শেখ মাহমুদউল হাসান, ড. কাজী জাহাঙ্গীর হোসেন, ব্যবসায়ী জাহাঙ্গীর বিশ্বাস এবং বিএনপি নেতা অ্যাডভোকেট এসএম শফিকুল আলম মনা। বিদেশি প্রতিনিধিদের মধ্যে বক্তব্য দেন লি গ্যাং, ঝাং শিয়াওডং ও শি লেং।
বক্তারা বলেন, এ প্রকল্প শুধু বিনিয়োগ নয় বরং টেকসই উন্নয়নের এক বড় পদক্ষেপ। এটি কার্বন নিঃসরণ হ্রাস, পরিবেশবান্ধব প্রযুক্তি সম্প্রসারণ ও শিল্পায়নে বড় ভূমিকা রাখবে। একোস্টার-এডভান্সড কো-অপারেশন করপোরেশনের (এসিওআরসি) সহায়তায় বিশ্বস্ত ও সবুজ প্রযুক্তিনির্ভর উৎপাদন ব্যবস্থা গড়ে তোলা হবে।
তারা জানান, প্রকল্পটি নদীপথ, পোর্ট সক্ষমতা, পর্যটনভিত্তিক অর্থনীতি ও সুন্দরবন সংরক্ষণেও ইতিবাচক প্রভাব ফেলবে। এ ছাড়া নিরাপদ শিল্প পুনর্ব্যবহার এবং ম্যানুফ্যাকচারিং ইকোসিস্টেম গঠনের ক্ষেত্রেও এটি ভূমিকা রাখবে।
চুক্তি অনুষ্ঠানে বলা হয়, ‘Let the Delta shine. Let the Sundarbans lead the way.’ এটি প্রকল্পে নয়, মানুষের মাঝে, শান্তির মাঝে, টেকসই গ্রহে বিনিয়োগ।
সরকার ২০৩০ সালের মধ্যে জাতীয় গ্রিডে ২৫ শতাংশ নবায়নযোগ্য শক্তি সংযুক্ত করার যে লক্ষ্য নিয়েছে। এই ৬০০ মেগাওয়াট প্রকল্প তারই প্রথম ধাপ। এটি বাস্তবায়িত হলে খুলনা হয়ে উঠতে পারে দেশের অন্যতম শিল্প ও বাণিজ্যিক কেন্দ্র। পাশাপাশি কর্মসংস্থান ও প্রযুক্তি উন্নয়নের সুযোগ বাড়াবে।